সাব্বির আহমেদ শ্রাবণ, বিনোদন ডেস্ক।। ‘আশীর্বাদ’ সিনেমার নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হলেন নায়িকা মাহিয়া মাহি। সরকারি অনুদান পাওয়া এ ছবিতে মাহির নায়ক হচ্ছেন রোশান। ‘আশীর্বাদ’ ছবির মধ্য দিয়ে প্রথমবারের মতো জুটি বাঁধছেন তারা।
‘আশীর্বাদ’ সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার মাত্র দু’দিনের মধ্যে বাদ পড়েছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। আর তার জায়গায় নায়িকা হিসেবে চূড়ান্ত হলেন মাহিয়া মাহি। জেনিফার ফেরদৌস প্রযোজিত ও মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘আশীর্বাদ’ ছবিতে প্রথম অপু বিশ্বাসকে চুক্তিবদ্ধ করা হয়। পরবর্তীতে অপেশাদারিত্বের অভিযোগে তাকে ছবি থেকে বাদ দেয়া হয়। একদিনের মাথায়ই মাহিকে এই ছবির জন্য চুক্তিবদ্ধ করা হয়েছে। ২০১৯-২০২০ অর্থবছরে সরকারি অনুদানে পূর্ণদৈর্ঘ্য ১৬টি চলচ্চিত্রকে অনুদান দেয়া হয়েছে। এগুলোর মধ্যে অন্যতম ‘আশীর্বাদ’।
ছবিটি নিয়ে উচ্ছ্বসিত মাহি বলেন, মুক্তিযুদ্ধভিত্তিক এই ছবির সুবর্ণা চরিত্রটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীর চরিত্র। মুক্তিযুদ্ধের আগের উত্তাল রাজনীতি এবং মুক্তিযুদ্ধের পটভূমি নিয়ে ছবিটি নির্মাণ করা হচ্ছে। প্রধান চরিত্রে থাকতে পেরে আমি উচ্ছ্বসিত ও গর্বিত। ছবিতে মাহিকে নায়িকা হিসেবে নেয়া প্রসঙ্গে জেনিফার ফেরদৌস বলেন, সরকারি অনুদান পাওয়ার পর থেকেই আশীর্বাদ ছবির প্রধান নারী চরিত্র সুবর্ণার জন্য নায়িকা খুঁজছিলাম। অবশেষে মাহিকে চুক্তিবদ্ধ করেছি। আশা করছি তার সঙ্গে আমাদের কাজের সুন্দর একটি অভিজ্ঞতা হবে।
বিনোদন ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ