গ্রিসের একটি স্ট্রবেরি খামারে বকেয়া বেতন চাইতে গিয়ে গুলিবিদ্ধ বাংলাদেশি শ্রমিকরা প্রত্যেকে কমপক্ষে ১২ হাজার ইউরো করে ক্ষতিপূরণ পেতে যাচ্ছেন। ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটসের মামলায় জয়ী হওয়ার পর দেশটির সরকারকে বৃহস্পতিবার এ নির্দেশ দেয় আদালত।

২০১৩ সালের এপ্রিল মাসে গ্রিসের পেলোপনেসিয়ান গ্রামের এক স্ট্রবেরি খামারের শ্রমিকরা ছয় মাসের বকেয়া বেতনের দাবি জানাতে গেলে সেখানকার একজন সুপারভাইজার তাদের ওপর গুলি চালায়। এতে আহত হন ২০ জনেরও বেশি শ্রমিক, যাদের বেশিরভাগই ছিল বাংলাদেশি। এ ঘটনায় খামার মালিক এবং সুপারভাইজারকে গ্রেফতার করা হয়। কিন্তু অভিযুক্ত দুজনকেই নির্দোষ বলে রায় দেয় গ্রিসের আদালত। আহত হওয়ার কারণে কোনো ক্ষতিপূরণ কিংবা বকেয়া বেতনও পাননি ক্ষতিগ্রস্ত শ্রমিকরা। এর পরই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে গ্রিস সরকারের বিরুদ্ধে ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটসে ক্ষতিপূরণ মামলা করে শ্রমিকরা। এ রায়কে অভিবাসীদের জন্য বড় জয় হিসেবে দেখা হচ্ছে।

অভিবাসন বিষয়ক আইনজীবী সাইমন কক্স বলেন,” এটি নিঃসন্দেহে অভিবাসীদের নিরাপত্তার জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। এর আগে শিশু শ্রমিকদের নিয়েও অনেক মামলা উঠেছিল, যাদের মিথ্যা প্ররোচনায় কাজ করতে আনা হয়েছে। যেসব অভিবাসীরা এ ধরণের পরিস্থিতিতে পড়েছেন, এ রায়ের মাধ্যমে তারা নিরাপদ বোধ করবেন”। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪২ জন শ্রমিকের প্রত্যেককে ১২ থেকে ১৪ হাজার ইউরো করে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছে আদালত।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে