র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদের প্রথম নামাজে জানাজা বাদ জুমা সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে। সিলেটের আতিয়া মহলে অভিযানের সময় মাথায় বোমার স্প্লিন্টার ঢোকার কারণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ।
র্যাবের মুখপাত্র এবং আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবুল কালাম আজাদ। এর আগে, উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়েছিল তাকে। কিন্তু চিকিৎসকদের পরামর্শে সেখান থেকে দেশে ফিরিয়ে আনা হয়। সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান চালানোর সময় গুরুতর আহত হন আবুল কালাম আজাদ।
দুপুর তিনটায় র্যাব সদর দপ্তরে দ্বিতীয় দফা জানাজা শেষে বনানীর সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ