রাশিয়ার পর দ্বিতীয় দেশ হিসেবে করোনা ভ্যাকসিনের অনুমোদন দিলো চীন। প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষায় সফল হওয়ার পর তৃতীয় ধাপের পরীক্ষার আগেই ভ্যাকসিনের অনুমোদন দেয়া হলো। এডিফাইভ-এনসিওভি নামের ভ্যাকসিনটি রোববার নিবন্ধন করা হয়।
চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দেশটির সেনাবাহিনীর সংক্রামক রোগ বিশেষজ্ঞ চেন ওয়ের দল এবং স্যানসিনো বায়োলজিকস যৌথভাবে তৈরি করেছে এই ভ্যাকসিনটি।
প্রতিবেদনে দাবি করা হয়, চীনই প্রথম করোনা ভ্যাকসিনের পেটেন্ট অনুমোদন দিয়েছে। দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় ভ্যাকসিনটি নিরাপদ এবং প্রতিরোধ ক্ষমতা তৈরিতে সক্ষম বলে প্রমাণিত হয়। প্রথম ধাপের পরীক্ষায় ৩২০ জন এবং দ্বিতীয় ধাপে ২২৪ জন স্বেচ্ছাসেবক অংশ নেন। এর আগে করোনার প্রথম ভ্যাকসিনের নিবন্ধন করে রাশিয়া।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ