প্রিতম মজুমদার, কুষ্টিয়া।। বাংলাদেশ আওয়ামী লীগ কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে ১৭’ই আগষ্ট সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে আলোচনা সভা সোমবার সকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দীন খানের সভাপতিত্বে ও সাবেক যুব ও ক্রীয়া সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদের পরিচালনায় আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আসগর আলী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুকুজ্জামান, শহর কমিটির সভাপতি তাইজাল আলী খান, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, মহিলা আওয়ামী লীগের সভাপতি জেবুন নিসা সবুজ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ আহমেদ প্রমুখ।

বক্তাগণ বলেন ২০০৫ সালের ১৭ আগষ্ট সারাদেশে সিরিজ বোমা হামলার মাধ্যমে উগ্র মৌলবাদী গোষ্ঠী এদেশকে পাকিস্তান, আফগানিস্তান বানানোর ষড়যন্ত্র করেছিল। আওয়ামী লীগ এবং প্রগতিশীল শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো চলমান আছে। তারা সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম মানিক। এসময় বিভিন্ন পর্যায়ের দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে