আইএলওর নীতিমালা অনুসারে শ্রম আইন সংশোধন চায় ইউরোপীয় ইউনিয়ন। ইপিজেডের কারখানাগুলো কলকারখানা অধিদপ্তরের আওতায় আনারও পরামর্শ দিয়েছেন সফররত ইইউ পার্লামেন্টের সদস্যরা। নইলে ইউরোপের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে জিএসপি সুবিধা পুনর্বিবেচনার কথা জানিয়েছেন তারা।
সোমবার দুপুরে বিজিএমইএ নেতাদের সঙ্গে বৈঠকের পর একথা জানান সফররত ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট সদস্য আরনি লেইটজ। শ্রম অধিকার নিশ্চিতে নির্ধারিত সময়ের মধ্যেই সব ধরনের সংস্কারকাজ শেষ করা হবে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি। এর আগে তিন দিনের সফরে সকালে ঢাকায় পৌঁছায় ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাদের। তৈরি পোশাক খাতে চলমান সংস্কার কর্মসূচি দেখতে একটি কারখানা পরিদর্শন করবে দলটি।
নিউজ ডেস্ক, বিডি টাইমস নিউজ