ভাসানচরের কাছে বঙ্গোপসাগরে অপরিশোধিত চিনিবোঝাই একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। শনিবার সকাল ৬টার দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে অবস্থানরত বড় জাহাজ থেকে অপরিশোধিত চিনি নিয়ে নারায়ণগঞ্জে যাচ্ছিল এমভি সিটি-১৪ নামের জাহাজটি। এটি সিটি গ্রুপের মালিকানাধীন। হাতিয়ার সন্দ্বীপ চ্যানেলে পৃথক দু’টি পণ্যবাহী লাইটার জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে ১৩ জন নাবিক।
বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট সেলের কর্মকর্তারা জানায়, দুপুরের দিকে এমভি আক্তার বাণু নামে গমভর্তি একটি জাহাজ নারায়গঞ্জের উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর ছেড়ে যায়। বিকেলের দিকে হাতিয়ার ভাসান চরের অদুরে বৈরী আবহাওয়ার মধ্যে পড়ে জাহাজটি। এক পর্যায় জাহাজটি উল্টে ডুবে যায়।
বিআইডব্লিউটিএ’র কর্মকর্তারা জানান, এখন জাহাজটির ১৩ নাবিকের খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ নাবিকদের উদ্ধারে নৌবাহিনী ও কোস্টগার্ডের কাজ চলছে বলে জানান কর্মকর্তারা। এর আগে সকাল ১১টার দিকে হাতিয়ার ঠেঙ্গারচর এলাকায় জাহাজের তলা ফেটে ডুবে যায় এমভি পিটি -১৪ নামে একটি লাইটার জাহাজ। চিনি নিয়ে নারায়ণগঞ্জের দিকে যাচ্ছিলো জাহাজটি। তবে ওই জাহাজটির সব নাবিককে উদ্ধার করা হয়েছে বলে জানান কর্মকর্তারা।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ