জাতির জনক শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে ধানমন্ডি বত্রিশে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও বনানী কবরস্থানে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোরে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

পরে বনানীতে পরিবারের সদস্যদের কবরে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। তবে করোনার পরিস্থিতিতে এবার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবরে শ্রদ্ধা জানাতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী। কর্মসূচির অংশ হিসেবে বঙ্গবন্ধু ভবন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়সহ সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন করা হয়েছে।

বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণ ও বনানী কবরস্থানে শ্রদ্ধা জানান দলের সিনিয়র নেতাকর্মীরাও। এসময় ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর পলাতক ৫ খুনিকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা হয়েছে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে