সুদীপ্ত মুখার্জী, কলকাতা।। রোটারি ক্লাবের চতুর্থ ভারতীয় ও ১১১’তম ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন শেখর মেহতা। রোটারি ক্লাব অফ বারাসাত আউটারের পক্ষ থেকে দীপাক মুখার্জী, পূর্ববর্তী প্রেসিডেন্ট হিসেবে রোটারি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট (২০২১-২০২২) রোটারিয়ান শেখর মেহতাকে অভিনন্দন জানিয়েছেন। টেলিফোন আলাপকালে শেখর মেহতা বলেন, তাঁর সময়কালে রোটারির সবগুলো ফোকাসকে তিনি বিশ্বব্যাপী বিস্তৃত করবেন এবং বিশ্বের প্রতটি প্রান্তে রোটারীকে আরও বেশী সমৃদ্ধ করে তোলার আগ্রহ ব্যক্ত করে তিনি বলেছেন, ‘আমি কাজের মাধ্যমে বিশ্বজুরে রোটারির ভীতকে আরও সমৃদ্ধময় করারা জন্য একটি বৈপ্লবিক চ্যালেঞ্জ গ্রহণ করবো’।

পূর্ববর্তী প্রেসিডেন্ট বলেন, রোটারিয়ান শেখর মেহতা রোটারী ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট (২০২১-২০২২-র জন্য নির্বাচিত হয়েছেন। এটি রোটারী ইন্টাররন্যাশনাল-র সবোর্চ্চ এবং সন্মানজনক পদ। আমরা সবচেয়ে আনন্দবোধ করছি, শেখর মেহতা আমাদের আর আই ডিস্ট্রিক-৩২৯১ থেকে (অর্থাৎ আমি যে রোটারি ডিস্ট্রিকট-এ সম্পৃক্ত রয়েছি) চতুর্থ ভারতীয় এবং ১১১তম রোটারী ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট হিসেবে বিশ্বব্যাপী নেতৃত্ব দেবেন।

রোটারি ইন্টারন্যাশনাল পৃথবীর সকল সম্প্রদায়ভূক্ত মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক এবং স্থায়ী পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ একটি বিশ্বব্যাপী নেটওয়ার্কিং সংস্থা। শেখর মেহতা বলেছন, বিশ্বের শতাধিক বছরের পুরণো মর্যাদাপূর্ণ এই প্রতিষ্ঠানের শীর্ষ নেতৃত্বের দায়িত্বপ্রাপ্তি আমার জন্যে ভিষণ সম্মানের যেমন, তেমনি ভারতের জন্যও গৌরবের বিষয়। রোটারি বিশ্বনেতৃত্ব যে উদ্দেশ্য নিয়ে আমাকে নির্বাচিত করেছেন, ‘আমি আমার সময়কালে রোটারির ভিশন, মিশন, আদর্শ ও উদ্দেশ্যকে সামনে রেখে সমস্ত কর্মসূচী বা সার্ভিসকে বৃহত্তম কৌশলগত ‘কর্মপরিকল্পনা’ প্রণয়ণ এবং এর লক্ষ্যমাত্রা পুরণ করে, ইতিবাচক বৈশ্বিক প্রভাবময় যুগান্তকারী ফলাফল লাভের মধ্যদিয়ে একটি পরিচ্ছন্ন উত্তরাধিকার রেখে যেতে চাই’। এর জন্য রোটারির বিভিন্ন ফোকাসের ক্ষেত্রগুলিকে বিশেষীকরণ সংস্থাগুলির সাথে আরও জোরদার যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে শান্তির প্রচার; রোগ প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন; পরিস্কার ও বিশুদ্ধ জলের সরবরাহ, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন ও স্যানিটেশন সুবিধা, প্রাথমিক শিক্ষা ও সাক্ষরতা বৃদ্ধি, গ্রামীণ পাঠচক্র তৈরী, শিক্ষায় নীতির প্রভাব, উচ্চ শিক্ষালাভে বৃত্তি প্রদান, দরিদ্রদের মানবিক সুবিধায় সরকারি নীতিতে অধিপরামর্শ, বিভিন্ন আর্থিক প্রকল্প পরিষেবা, মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা; শিশুদের পোলিও টিকাকরণ এবং স্থানীয় পর্যায়ে ক্রমবর্ধায়ন অর্থনৈতি উন্নয়মসহ রোটারীর সবগুলো কর্মসূচি-কে সফল মাত্রায় বিশ্বপ্রান্তে পৌঁছে দিতে সমধিক গুরূত্ব দেয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘আমার সময় রোটারিয়ন বন্ধুরা এই কাজটি সফলতার সাথে করতে পারবে বলে তাদের প্রতি আমার আস্থা ও বিশ্বাস রয়েছে’, এইজন্য সরকারী-সংস্থা, নিয়ন্ত্রিতসংস্থা ও কর্পোরেশনগুলোর সাথে অংশীদারিত্ব বৃদ্ধি করে প্রযুক্তিগতক্ষেত্রে যৌথবিনিয়োগ বাড়িয়ে রোটারিকে সকলের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলতে হবে।

শেখর মেহতা বিশ্বব্যাপী ৩৫,০০০ রোটারি ক্লাবের গ্লোবাল নেটওয়ার্কের প্রধান হিসাবে তাঁর সময়ে পোলিও নির্মূলের প্রধান লক্ষ্যটি বিশেষভাবে তদারকি করবেন। গ্লোবাল পোলিও নির্মূলকরণে উদ্যোগী অংশীদারদের পাশাপাশি, শিশুদের পোলিওর ক্ষেত্রে রোটারী ৯৯.৯% নির্মূল করেছে এবং এই পক্ষাঘাতজনিত রোগ থেকে আড়াই হাজারেরও বেশি শিশুদের রক্ষা করতে দুই বিলিয়ন মার্কিন ডলার অবদান রেখেছে। একবার পোলিও নির্মূলের জন্য বিশ্বের চ্যালেঞ্জিং দেশ হিসাবে বিবেচিত ভারত পাঁচ বছরেরও বেশি সময় ধরে পোলিও-মুক্ত রয়েছে। রোটারি সর্বদাই দেশে দেশে শিশুদেরকে পোলিও-মুক্ত মর্যাদা বজায় রাখার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

শেখর মেহতা স্বীকার করেছেন যে বর্তমান রোটারীর সদস্যপদ(Membership) বহাল রাখা ও নতুন যোগদান একটি চ্যালেঞ্জ প্রবণতায় দাঁড়িয়েছে, তাই সদস্যপদ (Membership)বিকাশে রোটারী ক্লাবগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। রোটারীতে মহিলা সদ্যসদের আভিগম্যতা বাড়াতে হবে। মনে রাখতে হবে বিশ্বব্যাপী রোটারির সবগুলো ফোকাসকে ছড়িয়ে দেয়ার জন্য রোটারী সদ্যসের বিকল্প নেই। তাই সমস্ত ক্লাবগুলোকে গুণগত-মানসম্পন্ন, প্রফেসনাল ব্যক্তি-বর্গকে চিহৃীত করে রোটারিতে যোগদানের জন্য মোটিভেশন করতে হবে, ‌অনেক ক্ষেত্রে এইজন্য যোগাযোগ বাড়াতে হবে। মনে রাখতে হবে সদ্যস্যরাই হলো রোটারীর স্পন্দন, আলঙ্কার। তিনি বিশ্বাস করেন যে আঞ্চলিক পরিকল্পনাগুলিতে মনোনিবেশ করে রোটারেক্টর ও রোটারি ক্লাবগুলিকে সফলভাবে পরিচালনা করতে পারলে রোটারিকে বিশ্বদরবারে বৈচিত্র্যময় করে তোলা সম্ভব হবে।
ভারতের ৩,৮০০ রোটারি ক্লাব এবং এর সাথে জড়িত ১৫২,০০০ সদস্য চ্যালেঞ্জের সাথে মানবিক উনন্নয়নকর্মকান্ড মোকাবেলা করে একটি ‘টেকসই ভারত’ গড়ার কাজ অব্যাহত রেখেছে।ইতিপূর্বে
শেখর মেহতা বিহার, মধ্য প্রদেশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গে ১৫ টি চক্ষু হাসপাতাল স্থাপনে স্বক্রিয় সহায়তা করেছেন। এ ছাড়াও তিনি দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শিশুদের জন্য হার্টসার্জারি করার জন্য একটি কর্মসূচীর মাধ্যমে তিনি প্রায় ১৫০০টির-ও বেশি শিশুকে হার্টসার্জারী করে নতুন জীবনে ফিরিয়ে আনতে স্বক্রিয় ভূমিকা পালন করেছেন।

ভারতের একজন সফল ব্যবসায়ী হিসেবে শেখর মেহতা তাঁর প্রতিষ্ঠান স্কাইলাইন গ্রূপের ম্যানেজিং ডিরেক্টর ছাড়াও তিনি রোটারী ইন্টারন্যাশনাল-র ডিরেক্টর, ও ক রোটারী ফাউন্ডশনের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। শেখর মেহতা বর্তমানে অনেক পেশাদার, সামাজিক , সাংস্কৃতিক ও দাতব্য প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত রয়েছেন। মেহতা সেন্ট জেভিয়ারস কলেজ থেকে স্নাতক ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম কম ডিগ্রি লাভ করেন। তিনি চার্টার্ড এ্যাকাউন্ট্যান্সি, কস্ট এ্যাকাউন্টেন্সী এবং কোম্পানি সেক্রেটারিশিপ কোর্স গুলো সম্পন্ন করেছেন।

কলকাতা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে