সরকার ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস ও বিভিন্ন ঘটনা সম্পর্কে তরুণ প্রজন্মকে জানাতে মুক্তিযুদ্ধের ৩৬০টি ঐতিহাসিক স্থান সংরক্ষণ করবে।এ জন্য ১৮২ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প গ্রহণ করেছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী প্রধান কর্মকর্তা মো. মোমিনুর রহমান বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে ১৯৭১ সালের ৩৬০টি ঐতিহাসিক স্থান সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষে ১৮২ কোটি টাকা ব্যয় সম্বলিত একটা প্রকল্পও গ্রহণ করা হয়েছে।তিনি আরও বলেন, সরকার ৩৬০টি ঐতিহাসিক স্থানের প্রতিটিতে একটি করে মুক্তিযোদ্ধা স্মৃতি জাদুঘরও নির্মাণ করবে।
মোমিনুর রহমান বলেন, দেড় মাস আগে একটি ডিপিপি পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে, যা অনুমোদনের জন্য এখন প্রক্রিয়াধীন রয়েছে।২০১৯ সালের জুন নাগাদ এই প্রকল্প সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সরকার ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানের ৩৬টি উপজেলায় ৬৫টি মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছে।
বিডি টাইম্স নিউজ