করোনা মহামারির সময়েও ব্যবসা করতে গিয়ে দুর্নীতিসহ ৬টি মূল বাধায় পড়ছেন ব্যবসায়ীরা। গবেষণা প্রতিষ্ঠান সানেমের এক জরিপে উঠে এসেছে এই তথ্য। শনিবার এক অনলাইন আলোচনায় সংস্থাটি বলছে, সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের সুবিধা পায়নি প্রায় অর্ধেক প্রতিষ্ঠান। এই সুবিধা নেয়ার প্রক্রিয়া সম্পর্কে অনেক প্রতিষ্ঠান জানে না বলেও জানায় সংস্থাটি। এ সময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানান, সরকার প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি দূর করতে সচেষ্ট আছে।
করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের ব্যবসা-বাণিজ্য। এই পরিস্থিতি সামাল দিতে এক লাখ কোটি টাকারও বেশি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে সরকার। তবে নানা জটিলতায় এই টাকা সব পর্যায়ের উদ্যোক্তাদের কাছে পৌঁছাচ্ছে না। করোনায় ব্যবসার পরিস্থিতি নিয়ে শনিবার এক অনলাইন আলোচনার আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান সানেম। সানেমের গবেষণা অনুযায়ী করোনা মোকাবিলায় সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ এখন পর্যন্ত ৫৫ শতাংশ লোকের কাছে পৌঁছায়নি। তবে যারা পেয়েছেন, তাদের মধ্যে লাভবান হয়েছেন ৮৭ ভাগ। এ সময় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান জানান, শুধু সাজা দিলে হবে না। এসব দুর্নীতির উৎস খুঁজে বের করতে হবে। প্রণোদনা প্যাকেজ মনিটরিং করার জন্য বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট বিভাগকে কাজ করার তাগিদও দেন তিনি।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানান, দুর্নীতি রোধে সরকার সচেষ্ট রয়েছে। এছাড়া বৈশ্বিক এই চ্যালেঞ্জের মধ্যে বিদেশি বিনিয়োগ কীভাবে আহ্বান করা যায় তার ওপরও গুরুত্ব দিতে হবে। এ সময় বাজারে ব্যবসার পরিবেশ সৃষ্টি করতে চাহিদা ও যোগানের প্রতি নজর দেওয়ার পাশাপাশি করোনা সংক্রমণ যাতে না বাড়ে সেদিকেও লক্ষ্য রাখার তাগিদ অর্থনীতিবিদদের।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ