দেশের বাইরে টেস্ট জিততে পারে না বাংলাদেশ। কলম্বো টেস্ট জিতে সমালোচকদের জবাব দিয়েছে মুশফিকের দল। দেশের বাইরে কিংস টাউনে প্রথম টেস্ট জেতে টাইগাররা। পরের ম্যাচ জিতে সেন্ট জর্জে সিরিজও জেতে সাকিবের দল। হারারেতে পরেরটা জিততে লেগেছে চার বছর। কলম্বোতে ঐতিহাসিক জয়টাও এলো চার বছর পর।

সৈকতের ক্যাচটি ধরতে গিয়ে লুটোপুটি খেলেন হেরাথ, লুটোপুটি খেলো শ্রীলঙ্কাও। ম্যাচ যে ততক্ষণে হাতছাড়া হয়ে গেছে কেবল উদযাপনের অপেক্ষা। শততম টেস্টে লঙ্কা জয় করে ইতিহাস গড়লো বাংলাদেশ। মিরাজের উইনিং শটে পি সারা লাল-সবুজ রঙে রঙিন হলো।
শততম টেস্টে জয়ের রেকর্ডে বাংলাদেশের নাম এখন অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের পরেই। বাকী ছয় দেশের আর কারো নেই এই বিরল আনন্দের মুহুর্ত।
দেশের বাইরে চতুর্থবার টেস্ট জিতলো বাংলাদেশ। প্রথম জয়টা এসেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ২০০৯ সালে দুর্বল এক ক্যারিবিয় দলের বিপক্ষে। দ্বিতীয় জয় পরের ম্যাচেই। ২১৫ রান তাড়া করে সেই ম্যাচে ৪ উইকেটের জয়। এরপর চার বছরের অপেক্ষা। ২০১৩ সালে হারারেতে তৃতীয় অ্যাওয়ে জয়। তারও চার বছর পর লঙ্কা বধ তাদেরই মাটিতে।

রান তাড়া করে বাংলাদেশের তৃতীয় জয় এটি। ওয়েস্ট ইন্ডিজের পর হোম অফ ক্রিকেটে ১০১ রান তাড়া করে জিম্বাবুয়েকে হারিয়েছিল ২০১৪ সালে। ইতিহাস গড়ার ম্যাচে রোমাঞ্চের কমতি ছিলো না পি সারা ওভালে। টস ভাগ্যে হেরে গেলেও টেস্টের টানা পাঁচ দিন তিন ডিপার্টমেন্টে দুর্দান্ত-দারুণ ছিলো টাইগাররা।

স্পোর্টস ডেস্ক, বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে