ইন্টারনেট ব্যবহারের দিক দিয়ে উন্নয়নশীল বিশ্বের তুলনায় পিছিয়ে পড়ছে বাংলাদেশ। ৫৮টি উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশের মধ্যে ইন্টারনেট ব্যবহার সক্ষমতায় বাংলাদেশের অবস্থান এখন ৪৬, যা আগের বছর ছিল ৩৩। এমন চিত্র উঠে এসেছে বৈশ্বিক ইন্টারনেট ফোরাম অ্যালায়েন্স ফর অ্যাফোর্ডেবল ইন্টারনেটের প্রতিবেদনে।

পিছিয়ে পড়ার কারণ হিসেবে প্রতিবেদনে মোবাইল ফোনভিত্তিক ইন্টারনেট নির্ভরতার বিষয়টি তুলে ধরা হয়েছে। এছাড়াও ব্রডব্যান্ড ইন্টারনেট নীতিমালার সঠিক বাস্তবায়নে ব্যর্থতার জন্য মানুষ কম দামে দ্রুতগতির ইন্টারনেট পাচ্ছে না। ব্রডব্যান্ড ইন্টারনেট অবকাঠামো উন্নয়নে যথেষ্ট বিনিয়োগ নেই। সরকারি হিসাবে, দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বর্তমানে ৬ কোটি ৭০ লাখ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এ তালিকায় বাংলাদেশের আগে আছে শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত ও নেপাল।

তথ্য প্রযুক্তি ডেস্ক, বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে