রাজধানীর আশকোনায় হাজী ক্যাম্পের পাশে র্যাবের নির্মাণাধীন সদরদপ্তরের অস্থায়ী ব্যারাকে আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই নিহত হয় বোমা বহনকারী। এ ঘটনায় আহত হয়েছেন দুই র্যাব সদস্য। তাদেরকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়েছে। র্যাবের ধারণা, বিস্ফোরক বহনকারী ব্যক্তি কোন জঙ্গিগোষ্ঠীর সদস্য। এদিকে, এ ঘটনার পর সারাদেশে কারাগারগুলোতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে বিমান ও নৌবন্দরগুলোতে।
র্যাব জানায়, শুক্রবার আনুমানিক বেলা একটার দিকে একজন অপরিচিত ব্যক্তি আশকোনায় র্যাবের অস্থায়ী কার্যালয়ের বাউন্ডারি দেয়ালের নিচ দিয়ে প্রবেশ করতে দেখা যায়। এ সময় তাকে সন্দেহ হলে র্যাবের দুই সদস্য তাকে ধরার চেষ্টা করলে বিস্ফোরক বহনকারী ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই নিহত হয় ঐ ব্যক্তি এবং আহত হয় দুই র্যাব সদস্য।
ঘটনার পরপর পুরো এলাকার নিরাপত্তা বাড়ানো হয়। পুরো এলাকা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। উপস্থিত হন র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও বোম ডিসপোজাল ইউনিট। তল্লাসি চালানো হয় ঘটনাস্থলসহ র্যাব কার্যালয়ের পুরো এলাকা। বিস্ফোরক বহনকারী ব্যক্তি কোন জঙ্গি গোষ্ঠীর সদস্য হতে পারছে বলে ধারণা করছে র্যাব। আহত দুই র্যাব সদস্যকে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারা আশঙ্কামুক্ত রয়েছে বলে জানিয়েছে র্যাব।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ