গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইনস্টিটিউট করার দাবিতে টানা তৃতীয় দিনের মত রাজধানীর নিউ মার্কেট মোড় অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার বেলা সাড়ে দশটার দিকে রাজধানীর নীলক্ষেত মোড় ও নিউমার্কেট এলাকায় অবস্থান নেয় তারা। এতে আজিমপুর, ঢাকা বিশ্ববিদ্যালয় ও নিউমার্কেট রোডে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে আশপাশের বিভিন্ন সড়কে তৈরি হয় যানজট।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, শিক্ষকেরা সহযোগিতা না করায় গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট করার বিষয়টি ঝুলে আছে। এই দাবিতে, গত ১১ মার্চ থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে আসছে শিক্ষার্থীরা। তারা জানান, অনেক দিন ধরে দাবি জানিয়ে কোন ফল না পাওয়ায় বিক্ষোভ করতে হচ্ছে।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ