ঋতু বদলের সাথে সাথে প্রকৃতিও তার চেহারার রুপ বদলায়। কখনও সেই রুপ ভয়ঙ্কর হয়ে উঠে। ঋতু বদলের পূর্বাভাসের সাথে সামঞ্জস্য রেখেই এই মাসে একটি বড় কালবৈশাখী হানা দিতে পারে। দেশের ওপর দিয়ে বয়ে যেতে পারে ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। এমন পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের। পশ্চিম ও পূবালী লঘুচাপের প্রভাবে শুক্রবার থেকে দেশজুড়ে দমকা হাওয়া ও বৃষ্টিপাত। এজন্য উপকূলে দেয়া হয়েছে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত।

ঘণ্টায় ত্রিশ কিলোমিটারের নিচে বাতাস বয়ে গেলে আবহওয়া বিজ্ঞানের ভাষায় বলে দমকা হাওয়া। সঙ্গে পশ্চিম-পূর্বের বাষ্প সংমিশ্রন হলে তৈরি হয় বজ্রবৃষ্টি, ঝড়। মার্চে এ পর্যন্ত কাল বৈশাখীর এমন মৃদু আঘাত দু’বার। আবহাওয়া অধিদপ্তরের গত ১০ বছরের তথ্য বলছে, মার্চে প্রতিবছরই কমপক্ষে দুটি বড় কালবৈশাখী হানা দিয়েছে। এ বছরের পূর্বাভাসেও এর ব্যতিক্রম নেই।

শুক্রবার থেকেই সারা দেশ কালমেঘে ছেয়ে আছে। দিন-রাত থেমে থেমে বৃষ্টি। রাজধানীতেই গত ২৪ ঘণ্টায় ৩৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর কুতুবদিয়ায় সর্বোচ্চ ৯০ মিলিমিটার। কক্সবাজারে ৬০, হাতিয়া, ফেনী, চাঁদপুরে গড়ে ৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। খুলনা ও মোংলা বৃষ্টি হয়েছে অবিরাম।

সবচেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস দক্ষিণাঞ্চলে। দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে চলার সময় বজ্রতের ঘাটনা ঘটে। প্রকৃতির এমন বিরূপ সময় বাসা-বাড়ি থেকে বের না হ্য়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর ।

নিউজ ডেস্ক, বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে