আব্দুল্লাহ্ আল-মামুন, সিরাজগঞ্জ।। সিরাজগঞ্জে ধীর গতিতে কমছে যমুনা নদীর পানি। যমুনার পানি কমতে থাকলেও টানা বৃষ্টিতে অভ্যন্তরীণ নদ-নদীর পানি বাড়ায় প্রতিদিনই বাড়ছে পানিবন্দি পরিবারের সংখ্যা।
জেলার ছয়টি উপজেলার ৪৫টি ইউনিয়নের প্রায় তিন লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে চরম দুর্ভোগের মধ্য দিয়ে দিন পার করছেন। নিজেদের জন্য বিশুদ্ধ পানি আর খাবারের সংকট তো রয়েছেই, সেই সঙ্গে দেখা দিয়েছে গো খাদ্যেরও সংকট।
এদিকে, তাঁত প্রধান এলাকা এনায়েতপুর, বেলকুচি ও শাহজাদপুরের প্রায় অর্ধলক্ষাধিক তাঁত পানিতে ডুবে গেছে। এনায়েতপুর থেকে শাহজাদপুর যাওয়ার রাস্তায় পানি ওঠায় বিপাকে পড়েছে তাঁত ব্যবসায়ীরা।
সিরাজগঞ্জ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ