হকি ওয়ার্ল্ড লিগে বাংলাদেশের বাজে পার্ফরমেন্সের জন্য খেলোয়াড় নয় ফেডারেশনকেই দায়ী করলেন হেড কোচ অলিভার কার্টজ। সিনিয়র-জুনিয়র খেলোয়াড়দের পার্ফরমেন্সের বিশ্লেষনের আগে কর্তাদের নিজ দায়িত্বে মনোযোগী হতে বলছেন তিনি। এদিকে পার্ফরমেন্স মুল্যায়নের দায়িত্ব কোচের উপর ছেড়ে দিয়েছেন অধিনায়ক রাসেল মাহমুদ জিমি।গত ম্যাচেই হকি ওয়ার্ল্ড লিগে সেমিফাইনাল স্বপ্ন শেষ হয়েছে বাংলাদেশের। ম্যাচ শেষে ব্যর্থতায় দায় সিনিয়র খেলোয়াড়দের ওপর চাপিয়েছে ফেডারেশন।
পার্ফরমেন্স মুল্যায়নের দায়িত্ব ফেডারেশনের নয় কোচের বলছেন অধিনায়ক রাসেল মাহমুদ জিমি। তাই অবসর নিয়ে ভাবছেন না দেশ সেরা ফরোয়ার্ড।খেলোয়াড়রা পাশে পাচ্ছে হেড কোচ অলিভার কার্টজকে। খারাপ পার্ফরমেন্সের জন্য ফেডারেশনের অপেশাদার মনোভাবকেই দায়ী করলেন অলিভার কার্টজ। বড় টুর্নামেন্টের আগে দলের প্রস্তুতি ম্যাচসহ সার্বিক সহযোগিতায় খুশি নন তিনি।
বাংলাদেশের হেড কোচ অলিভার কার্টজ জানান বাংলাদেশ হকি ফেডারেশন আগে জবাব দিক আমরা কেন বিদেশে প্রস্তুতি ম্যাচ খেলতে পারিনি? খেলোয়াড়রা কেন দৈনিক ভাতা পায় না? টুর্নামেন্টের আগে নতুন জুতা ও হকি স্টিক পাচ্ছে না। নিজের দায়িত্ব সঠিক ভাবে না করে অন্য কারো সমালোচনা ঠিক নয়।আজ পঞ্চম স্থানের খেলার যোগ্যতা করতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ