রেজা মাহমুদ, নীলফামারী জেলা প্রতিনিধি।। নীলফামারীর সৈয়দপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার দেশের বীর সন্তান মুক্তিযোদ্ধা জিকরুল হক বার্ধক্যজনিত কারনে মঙ্গলবার সকাল ১১ টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।

তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে ও নাতি- নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ওই দিনই বিকেল ৪ টায় তার শহরের বাসা সংলগ্ন নয়াটলা জামে মসজিদে প্রথম জানাযা এবং বাদ আছর গ্রামের বাড়ি সংলগ্ন ধলাগাছ উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় ধলাগাছের দোলাপাড়াস্থ পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। বীর ওই মুক্তিযোদ্ধার মৃত্যুতে জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সদস্য সাংসদ রাবেয়া আলিম, নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন,সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারন্যান মোখছেদুল মোমিন, পৌর মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার, সাবেক পৌর মেয়র এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আখতার হোসেন বাদল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, আওয়ামী লীগ নেতা প্রকৌশলি একেএম রাশেদুজ্জামান রাশেদ, সাবেক পৌর চেয়ারম্যান আলহাজ্ব বখতিয়ার কবির, মুক্তিযোদ্ধা কমান্ডার একরামুল হকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

রেজা মাহমুদ, নীলফামারী জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে