চাহিদা মতো ব্যাংক ঋণ না পাওয়ার অভিযোগ করেছেন নারী উদ্যোক্তারা। এক্ষেত্রে নানান ভোগান্তির মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের। তবে ব্যাংক কর্তৃপক্ষ বলছে, সঠিক কাগজপত্র দেখেই ব্যাংক ঋণ ছাড় করা হয়।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর বেইলী রোডে এসএমই নারী উদ্যোক্তা মেলার আয়োজন করে বাংলাদেশ ব্যাংক। ৫৪ জন নারী উদ্যোক্তা অংশ নিয়েছেন এবারের মেলায়। ২৭টি স্টলে নিজেদের তৈরি নানা রকম পণ্য নিয়ে হাজির হয়েছেন তারা।মেলায় সাড়াও পড়েছে বেশ। একেকটি স্টলে বিক্রিও হচ্ছে ভালো। নারী উদ্যোক্তাদের দেখে অনেকেই আগ্রহী হচ্ছেন উদ্যোক্তা হওয়ার।অংশ নেয়া উদ্যোক্তাদের অনেকের কারখানাতেই কাজ করছেন শতাধিক শ্রমিক। তবে চাহিদা মতো ব্যাংক ঋণ না পাওয়ায় কাজ এগিয়ে নিতে হিমশিম খাচ্ছেন তারা।
ব্যাংক কর্মকর্তারা বলছেন, সঠিক কাগজপত্র পাওয়ার পরই দেয়া হচ্ছে ঋণ। তবে একজন উদ্যোক্তা কি পরিমাণ ঋণ পাবেন তা তার ব্যবসার মুনাফা দেখেই নির্ধারণ করা হয়।উদ্যোক্তারা বলছেন, ব্যাংক ঋণে সুদের হার আরো কমানো হলে আরো অনেক নারীই এগিয়ে আসবেন। সেইসাথে এ খাতে বাড়বে কর্মসংস্থান।
বিজনেস ডেস্ক, বিডি টাইম্স নিউজ