সবক্ষেত্রে নারীর অধিকার রক্ষায় অংশগ্রহণ মূলক প্রতিনিধিত্ব নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। বুধবার বিকেলে ইউরোপীয় ইউনিয়ন আয়োজিত এক মতবিনিময় সভায় তারা এ কথা বলেন।
রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ সভায় বক্তারা বলেন, নারী উন্নয়নে ব্যক্তিগতভাবে অনেকে এগিয়ে এলেও এখন পর্যন্ত সামাজিক স্বীকৃতির অভাব রয়েছে। নারীরা শিক্ষা, স্বাস্থ্যসহ দেশের অর্থনীতিতে অবদান রেখে চলেছেন, কিন্তু তাদের কাজের যথার্থ মর্যাদা মিলছে না।
এছাড়া সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারী প্রতিনিধি থাকলেও সেখানে অংশগ্রহণমূলক প্রতিনিধিত্ব নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। নিজেদের যোগ্যতা দিয়ে নারীদের স্ব স্ব ক্ষেত্রে এগিয়ে যাওয়ার আহ্বান জানান বক্তারা। আলোচনায় ব্যবসায়ী, উদ্যোক্তা, আইনজীবী, কূটনৈতিক, রাজনীতিবিদসহ বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিরা অংশ নেন।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ