আকাশ প্রতিরক্ষা উন্নয়নে বিমান বাহিনীর পাঁচ দিনব্যাপী বার্ষিক শীতকালীন মহড়া চলছে। সমরাস্ত্রের কার্যকারিতা ও যুদ্ধ সক্ষমতা যাচাই করতে প্রতিবছরই হয় এ মহড়া। এতে বিমান বাহিনীর সকল ঘাঁটি, স্টেশন ও ইউনিট অংশ নিচ্ছে।

বাংলার আকাশ মুক্ত রাখতে উড়ে যাচ্ছে বোমারু বিমান। শত্রুর ঘাঁটি সনাক্ত হলে গুড়িয়ে দেয়া হচ্ছে তা। বিমান বাহিনীর ৬ টি ঘাঁটিকে দুটি দলে বিভক্ত করে চলছে যুদ্ধের এই মহড়া।

অনুশীলনে আছে তিনটি ধাপ- লজিস্টিক, কমিউনিকেশান ও লাইভ। মহড়ায় আকাশ যুদ্ধের রণকৌশল সহ যুদ্ধ বিমান নিয়ে আক্রমণ, ইন্টারসেপশান, শত্রু কবলিত স্থান পর্যবেক্ষণ, রসদ সরবরাহ, স্পেশাল অপারেশনসহ সব ধরনের কলাকৌশলের অনুশীলন করেছেন বৈমানিকরা।

মহড়ায় বিমান বাহিনীর সব ধরণের যুদ্ধ বিমান, পরিবহন, হেলিকপ্টার, রাডার স্কোয়াড্রন ও মিসাইল ইউনিট অংশ নিচ্ছে। ৪ মার্চ শুরু হয়েছে এ মহড়া, চলবে ৮ মার্চ পর্যন্ত।

নিউজ ডেস্ক, বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে