রাজধানীতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরুর চার মাস পার হলেও অনেকে এখনও হাতে পাননি এই কার্ড। এদের বেশিরভাগই এলাকায় কবে কার্ড বিতরণ হয়েছে সেই খবরই পাননি। ফলে অনেককেই পড়তে হচ্ছে ভোগান্তিতে। এ অবস্থাতেই চলতি মাসে শুরু হচ্ছে রাজধানীর বাইরে বিতরণ কাজ।
গত বছরের অক্টোবরে বেশ আয়োজন করে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু করে কাজী রকিব কমিশন।
কুড়িগ্রামের দাসিয়ারছড়া ছিটমহল ও রাজধানী দিয়ে শুরু হয় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ। পাইলট আকারে ঢাকার দুটি থানায় শুরু হলেও পরে তা ধীরে ধীরে বাড়ানো হয়। তবে চার মাসে কোন থানাতেই বিতরণ কাজ পূর্ণাঙ্গ হয়নি। এমনকি বিতরণের খবরই পাননি অনেকে।
প্রথম দফায় দুর্বল প্রচারের কথা স্বীকার করে জাতীয় পরিচয়পত্রের অনুবিভাগ বলছে, যারা কার্ড সংগ্রহ করতে পারেননি সংশ্লিষ্ট থানা নির্বাচন কার্যালয় থেকে তা এখনও করা যাবে।
এ অবস্থাতেই চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে ঢাকার বাইরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হচ্ছে। চট্টগ্রাম, রাজশাহী ও বরিশালের পর পর্যায়ক্রমে অন্যান্য বিভাগে শুরু হবে বিতরণ।
প্রতি আট ঘন্টায় প্রায় ৪৫ হাজার কার্ড প্রস্তুত করা যায়। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই কার্ড বিতরণের এ প্রকল্প শেষ হওয়ার কথা থাকলেও তা সম্ভব হবে কিনা এ নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ