প্রধানমন্ত্রীর ঘোষণার পাঁচ মাস পরও, সারা দেশে অতিদরিদ্রের তালিকা তৈরিতে নেই তেমন অগ্রগতি। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলছেন, আগামী বছরের মাঝামাঝিই পাওয়া যাবে পূর্ণাঙ্গ তালিকা। সংসদ নির্বাচন সামনে রেখে এ নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগ সভাপতির এ নির্দেশ আসে দলের ২০তম কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে। জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের তিনি এ নির্দেশ দেন। বর্তমানে দেশে অতি দারিদ্র্যের হার ১১.৯ শতাংশ। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা- এসডিজি অনুযায়ী ২০৩০ সালের মধ্যে তা তিন শতাংশে নামিয়ে আনতে হবে।

নির্দিষ্ট কোন সময়সীমা না থাকলেও, দ্রুততম সময়ের মধ্যেই তালিকা তৈরির নির্দেশ ছিল। কিন্তু দলের দপ্তরে এ পর্যন্ত জমা পড়েছে অল্প কিছু তালিকা। বিভিন্ন জেলায় কেন্দ্রীয় নেতাদের সাংগঠনিক সফরে হতদরিদ্রের তালিকা সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা।

কোন ভূমিহীন ও গৃহহীন যাতে তালিকা থেকে বাদ না পড়ে, তৃণমূলে সে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান আওয়ামী লীগ নেতারা। ২০২১ সালের মধ্যে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়ার লক্ষ্যে, দারিদ্রের হার কমিয়ে আনার চেষ্টা করছে সরকার।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে