বন্দরনগরী চট্টগ্রামে ওয়াসা, পিডিবি এবং টিএন্ডটি’র মতো সরকারি প্রতিষ্ঠানগুলোর বিরামহীন রাস্তা খোঁড়াখুড়ির ফলে অধিকাংশ সড়কই যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ভূগর্ভস্থ কাজ শেষ হওয়ার সাথে সাথে সড়ক মেরামতের বিধান থাকলেও সমন্বয়হীনতার কারণে সিটি করপোরেশনও তা করতে পারছে না। ফলে একদিকে যেমন নগরীতে অসহনীয় যানজটের সৃষ্টি হচ্ছে, অন্যদিকে কাটা রাস্তা এবং ধুলোবালিতে নগরবাসীকে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।

গত দু’বছরের বেশি সময় ধরে নানা প্রকল্পের কাজে রাস্তা খোঁড়াখুঁড়ি চলেছে চট্টগ্রাম ওয়াসার। তার সাথে যুক্ত হয়েছে টিএন্ডটিসহ অন্যান্য সরকারি সংস্থার কাজ। এসব কাজের ফলে নগরীর অধিকাংশ রাস্তায় এখন যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কোন রাস্তা কখন কে কাটছে তার কোনো হিসাব নেই বললেই চলে। অথচ নিয়ম অনুযায়ী রাস্তা কাটার আগে সংস্কারের প্রয়োজনীয় টাকা সিটি কর্পোরেশনের কাছে জমা দিতে হয়। আর কাজ শেষ হলেই সিটি কর্পোরেশন সে রাস্তা দ্রুত মেরামত করবে। কিন্তু কোনো রকম সমন্বয় ছাড়াই চলছে এ রাস্তা কাটাকাটি।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, ‘যে প্রতিষ্ঠান থেকে তারা অনুমতি নিয়েছে সেই প্রতিষ্ঠানের এটাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে। তাহলে জনগণের কষ্ট একটু হলেও কমবে।’ ফোরাম ফর প্ল্যান চিটগাং-এর সদস্য প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার বলেন, ‘জনগণ এই রাস্তা খোঁড়াখুঁড়ির মধ্যেই থাকছে। অতি সত্তর এটা থেকে বের হয়ে আসতে হবে এবং সমন্বিতভাবে কাজ করতে হবে।’

নগরীর বহদ্দারহাট মোড় থেকে সিএন্ডবি মোড় পর্যন্ত অন্তত পাঁচ কিলোমিটার সড়কের এক পাশ দিয়ে যানবাহন চলাচল দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এক সংস্থার কাটাকাটি শেষ হলে শুরু হচ্ছে আরেক সংস্থার কাজ। একই অবস্থা বাদামতলীর মোড় থেকে আগ্রাবাদ এক্সেস রোড হয়ে বড় পোল এবং ছোট পোলের অন্তত ছয় কিলোমিটার সড়কেও। এক সড়কে উভয়মুখী যানবাহন চলাচল করায় সৃষ্টি হচ্ছে যানজটের। আবার রাস্তার ধুলোবালিতে অতিষ্ঠ নগরবাসী। এক্ষেত্রে সিটি মেয়রও  স্বীকার করলেন রাস্তা কেটে উন্নয়ন কাজে সরকারি সংস্থাগুলোর সমন্বয়হীনতার।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘আমাদের কাছে যত স্কয়ার ফিট কটার জন্য অনুমতি তারা নেন দেখা যায় তার চেয়ে অনেক বেশি উনারা কাটেন। বেশ কয়েকটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। এগুলো বাস্তবায়নে তো সহযোগিতা করতেই হবে।’ চট্টগ্রাম শহরেই এক হাজার কিলোমিটারের বেশি সড়ক থাকলেও এর মধ্যে প্রায় ৮শ কিলোমিটার পাকা সড়ক।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে