ইন্টার্ন চিকিৎসকদের টানা কর্মবিরতিতে অচলাবস্থা তৈরি হয়েছে, বগুড়া, রংপুর, সিলেট, খুলনা, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, দিনাজপুরসহ বিভিন্ন সরকারি বেসরকারী  মেডিকেলে। এতে, দুর্ভোগ বাড়ছে সেবা নিতে আসা রোগীদের। স্বজনরা বলছেন, সাধারণ মানুষকে জিম্মী কোরে এমন আন্দোলন অযৌক্তিক। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, রোগীদের সেবা অব্যাহত রাখতে, রেজিস্ট্রার্ড চিকিৎসকরা বাড়তি সময় দিচ্ছেন।

রাজশাহী-রংপুর-চট্রগ্রামসহ আরও কয়েকটি মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসকদের ডাকা কর্মবিরতি চলছে দ্বিতীয় দিনের মতো। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলের ৪ শিক্ষানবীশ চিকিৎসকের শাস্তি বাতিলের দাবিতে ডাকা হয়েছে এ কর্মসূচি।

যদিও কর্তৃপক্ষের দাবি, এতে চিকিৎসা সেবা তেমন ব্যাহত হচ্ছে না। গেল ১৯ ফেব্রুয়ারি এক রোগীর স্বজনদের মারধর করে জিয়াউর রহমান মেডিকেলের কয়েকজন ইন্টার্ন চিকিৎসক। এ ঘটনায় ৪ জনের ইন্টার্নশিপ ৬ মাসের জন্য স্থগিত করা হয়। এছাড়া ৬ মাস পর চারটি ভিন্ন হাসপাতালে, তাদের ইন্টার্নশিপ করার শাস্তিও দেয় কর্তৃপক্ষ। প্রতিবাদে শুক্রবার থেকে কর্মবিরতিতে নামে জিয়াউর রহমান মেডিকেলে ইন্টার্নদের একাংশ। তাদের দাবির সাথে একাত্মতা জানিয়ে গতকাল থেকে আন্দোলনে নামে রাজশাহী-সিলেট-দিনাজপুর-খুলনা-রংপুরসহ আরও কয়েকটি মেডিকেলের শিক্ষানবীশ চিকিৎসকরা।

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা এক রোগীর স্বজনদের মারধর করায়, চার জনের ইন্টার্নশিপ স্থগিত করে কর্তৃপক্ষ। প্রতিবাদে কাজে যোগ না দেয়ার কর্মসূচি শুরু করে তাদের সহকর্মীরা।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে