বাউল সম্রাট শাহ আবদুল করিমের ১০১তম জন্মদিন উপলক্ষ্যে সুনামগঞ্জের দিরাইয়ে চলছে ‘শাহ আবদুল করিম লোক উৎসব’। দেশ-বিদেশের হাজারো ভক্ত-অনুরাগীর পদভারে এখন মুখরিত উজানধন গ্রাম।

জনপ্রিয় এই গানের মাধ্যমে কালনী তীরের গ্রাম উজানধল মাঠে শুরু হয় শাহ আবদুল করিম লোক উৎসব। যা পরিণত হয় বাউলদের মিলন মেলায়। দেশ-বিদেশের পর্যটকরা আসছেন অনুষ্ঠান উপভোগ করতে। বলছেন, নতুন প্রজন্মকে শাহ আবদুল করিমের জীবনী জানাতে এ ধরণের আরও অনুষ্ঠানের আয়োজন করতে হবে।

গান-বাজনার পাশাপাশি রয়েছে আলোচনা সভা। বাউল সম্রাটের জীবন ও গান নিয়ে আলোচনা করছেন বিশেষজ্ঞরা। উৎসবে বাড়তি রং যোগ করেছে লোকজ মেলা। লোক উৎসবে নানা সীমাবদ্ধতার কথা জানালেন শাহ আবদুল করিমের ছেলে। আব্দুল করিম বেঁচে থাকতে ২০০৬ সালে শুরু হয় এ উৎসব। আজ মধ্যরাত পর্যন্ত চলবে এ বাউল মেলা।

বিনোদন ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে