রোগীর স্বজনকে মারধরের ঘটনায় চার ইন্টার্ন চিকিৎসককে শাস্তি দেয়ার প্রতিবাদে গত তিনদিন ধরে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি পালন করছেন ইন্টার্নরা। এদিকে বগুড়ার সাথে সংহতি জানিয়ে আজ শনিবার সকাল থেকে রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট ও খুলনা মেডিকেলেও কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকরা।শাস্তি প্রত্যাহার না করা পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন তারা।
গত ১৯ ফেব্রুয়ারি বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা এক রোগীর স্বজনদেরকে পিটিয়ে গুরুতর আহত করেন। এরপর ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে গত বুধবার অভিযুক্ত চারজনের ইন্টার্নশিপ ছয় মাসের জন্য স্থগিত করে কর্তৃপক্ষ।এছাড়া ছয় মাস পরে তাদের চারটি ভিন্ন হসপাতালে ইন্টার্নশিপ করার নির্দেশ দেয়া হয়। একই ঘটনায় মেডিকেল কর্তৃপক্ষে গঠিত আরেকটি তদন্ত কমিটি শিগগিরই রিপোর্ট জমা দেবে। এদিকে কর্মবিরতির কারণে হাসপাতালগুলোতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ রোগীরা।
গতকাল দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে ওই চার ইন্টার্ন চিকিৎসকের সনদ ছয় মাসের জন্য স্থগিত করা হয়। ১৯ ফেব্রুয়ারি বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনকে নির্যাতনের অভিযোগ ওঠে। তদন্ত কমিটির সুপারিশে এ সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। শাস্তির ঘোষণা আসার পর থেকেই কর্মবিরতিতে যাওযার সিদ্ধান্ত নেয় শিক্ষানবিশ চিকিৎসকরা।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ