আমরা প্রকৃতির, প্রকৃতিও আমাদের। সুন্দর এই প্রকৃতি ও পরিবেশের অবিচ্ছেদ্য অংশ বন্যপ্রাণী। প্রকৃতির এই অমূল্য সম্পদ রক্ষার দায়িত্ব আমাদেরই। সে দায়িত্ব শুধু যে বন্যপ্রাণীর জন্য তাই নয়, কেনো না কোনোভাবে মানুষের অস্তিত্বের জন্যই বন্য প্রাণী রক্ষা জরুরি। এ বছর বিশ্ব বন্য প্রাণী দিবসে বন বিভাগে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রতিপাদ্য ছিলো ‘বন্য প্রাণী সংরক্ষণে তরুণদের কণ্ঠে কণ্ঠ মেলাই’।
বাংলার বাঘ-রয়েল বেঙ্গল টাইগার। শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবীতেই বিলুপ্তির মুখে এই বিশ্ব ঐতিহ্য। শুধু কি বাঘ? নাতো, নাম না জানা আরও বহু প্রাণী বিলুপ্ত হচ্ছে প্রতিনিয়ত।
যদিও বন্য প্রাণী টিকে থাকার জন্য মানুষের প্রয়োজন না থাকলেও বন্য প্রাণী না থাকলে মানুষ টিকবে কি না তা নিয়ে সন্দেহ বিস্তর। পৃথিবীর সুস্থতার জন্য বাঁচাতে হবে বন্য প্রাণী। বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন উপলক্ষে আগাঁরগাও এর বন ভবনে আয়োজিত আলোচনা সভায় এমন কথাই বললেন বক্তারা।
আইইউসিএনের কান্ট্রি রিপ্রেসেন্টেটিভ ইশতিয়াক উদ্দিন আহমেদ বলেন, ‘বিপন্ন, বিলুপ্ত প্রাণীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ইকোসিস্টেম অবশ্যই প্রয়োজন। কোন প্রাণী এককভাবে বাচে না।’ বিশ্ব জীব বৈচিত্র্যের এক গুরুত্বপূর্ণ অংশ রয়েছে বাংলাদেশে। আয়োজিত অনুষ্ঠানে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গবেষণাপত্র উপস্থাপন করেন। প্রজাপতি, ফড়িং কিংবা ব্যাঙ এসব প্রাণীর অবদান আর বিলুপ্তির গল্প উঠে আসে বক্তাদের কণ্ঠে। এসব কারণে বিপন্ন প্রাণীর তালিকা দীর্ঘ হচ্ছে বলেও আক্ষেপ করেন তারা।
পরিবেশ ও বন মন্ত্রণালয়র সচিব ইশতিয়াক আহমদ বলেন, ‘নড়াইলের লোহাগড়ায় একটি বানর হারিয়ে গিয়েছিলো। তাকে মেরে গাছে লটকিয়ে রাখা হয়েছে। বন বিভাগের কাছ থেকে এই তথ্য পাইনি। ইলেক্ট্রনিক মিডিয়ার মাধ্যমে আমাদের কাছে এই সংবাদটি এসেছে। ওনাদের ভূমিকা যতো জোরদার হবে ততোই আমরা আমাদের পরিবেশ সংরক্ষণে সক্ষম হবো।’
প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বলেন, ‘জনসংখ্যা যেভাবে বাড়ছে সেভাবে প্রাণী কমছে, বন কমছে। তাহলে আমরা শেষ পর্যন্ত কি নিয়ে থাকবে এই বাংলাদেশে? অবশ্য সম্পদের সীমাবদ্ধতার কথা জানিয়েছেন পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। বন বিভাগের জমি যাতে উন্নয়নের নামে ধ্বংস না হয় সেটিও বলেন কেউ কেউ। মন্ত্রী বলেন, ‘পরিবেশ নষ্টের হোতাও আমরা, গড়িও আমরা। আমরা যদি দায়িত্বশীল না হই, আমরা যদি উদাসীন হই তাহলে নতুন প্রজন্মের কাছে কি জবাব আমরা দেবো? বন্যপ্রাণী প্রকৃতির অলঙ্কার। ২০১৩ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর তেসোরা মার্চ পালিত হয়ে আসছে বিশ্ব বন্য প্রাণী দিবস।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ