রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিন পাহাড়ি জনপদের মানুষের জীবন মান উন্নয়নে ”৪১ হাজার সোলার হোম সিস্টেম” প্রকল্পের মাধ্যমে প্রতিটি ঘরে ঘরে বসানো হবে সোলার প্যানেল।

তিন পার্বত্য জেলার দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন যেসব এলাকায় বিদ্যুৎ পৌঁছানো সম্ভব নয়, সেখানে সৌর বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম শুরু করেছে সরকার।২শ’ ৮০ কোটি টাকা ব্যয়ে তিন ক্যাটাগরির সৌর বিদ্যুৎ প্রকল্পের কাজ চলছে।প্রকল্পগুলো থেকে পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ শুরু হলে পার্বত্য তিন জেলার ২৬টি উপজেলার প্রতিটি ঘরই বিদ্যুৎ সুবিধার আওতায় আসবে।২০২১ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার জন্য প্রধানমন্ত্রী’র সুস্পষ্ট ঘোষণা থাকলেও তিন পার্বত্য জেলার পাহাড়ি এলাকায় বিদ্যুৎ সুবিধা পৌঁছানো অনেকটা দুরূহ ব্যাপার।তাই যেসব দুর্গম এলাকায় সঞ্চালন লাইনের মাধ্যমে বিদ্যুৎ পৌঁছানো সম্ভব নয়, সেখানে সৌর বিদ্যুৎ পৌঁছে দিতে মেগা প্রকল্প হাতে নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে কিছু কিছু এলাকায় সৌর বিদ্যুৎ সুবিধা পৌঁছাতে শুরু করেছে। এদিকে রাঙ্গামাটির কাপ্তাই এলাকায় ১শ ১০ কোটি টাকা ব্যয়ে ৭ দশমিক ৫ মেগ্ওায়াটের একটি সোলার ”অন গ্রিড সিস্টেম’ প্রকল্পের কাজ শেষের পথে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মাধ্যমে স্থাপিত সৌর বিদ্যুৎ প্রকল্প থেকে ৫ বছরের মধ্যে তিন জেলার ১ লাখের বেশি মানুষ বিদ্যুৎ পাবে।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে