রাজধানীর গাবতলীতে র্যাব-পুলিশ ও অবরোধকারী শ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে এক শ্রমিক নিহত হয়েছেন। আট জনকে আটক করেছে পুলিশ।
সকাল থেকে রাস্তা অবরোধ করে রাখে পরিবহন শ্রমিকরা। তাদের সরাতে গেলে, দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ও টিয়ারসেল ছোড়ে র্যাব-পুলিশ সদস্যরা। পরে চালানো হয় যৌথ অভিযান। রাস্তা থেকে শ্রমিকরা সরে গেলেও, যান চলাচল শুরু হয়নি এখনো। গতরাত থেকে মিরপুর মাজার রোড থেকে আমিন বাজার সড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা। রাজধানীতে যানবাহন ঢুকতে ও বের হতে বাধা দেয় তারা। বেশকটি অ্যাম্বুলেন্স ও এসএসসি পরীক্ষার্থী বহনকারী যানবাহনে ভাংচুরও চালায় শ্রমিকরা।
সাভারে এক নারীকে ট্রাকচাপায় হত্যার দায়ে চালকের মৃত্যুদণ্ড দেয়ার প্রতিবাদে, গতকাল থেকে ধর্মঘট করছে পরিবহন শ্রমিকরা।
বিডি টাইম্স নিউজ