বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে সারা দেশে চলছে, পরিবহন ধর্মঘট। গত দুদিন খুলনা বিভাগের ১০ জেলায় ধর্মঘট থাকলেও; গত রাতে ঢাকায় ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির বৈঠকে সারা দেশে এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়।
সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শ্রমিকরা। ঢাকার গাবতলীতে ভোরের দিকে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও; ৯টার পর সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয় ধর্মঘট সমর্থকরা। এমন কর্মসূচিতে চরম দুর্ভোগে পড়েছেন, সাধারণ মানুষ। অচলাবস্থা দেখা দিয়েছে, ব্যবসা বাণিজ্যে। বেশি বিপাকে পড়েছেন কাঁচাপণ্যের ব্যবসায়ীরা। সড়ক দুর্ঘটনায় মিশুক মুনীর ও তারেক মাসুদসহ পাঁচজন নিহতের ঘটনায়, বাসচালক জামিরকে যাবজ্জীবন কারাদন্ড দেয়ায়। এ ধর্মঘটের ডাক দেয়, পরিবহন শ্রমিকরা।
সকাল থেকে আকস্মিকভাবে ধর্মঘট শুরু করেছে পরিবহন শ্রমিকরা। তারা বলছেন সাভারে এক নারীকে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় আদালত ট্রাকচালককে মৃত্যুদণ্ড দেয়ার প্রতিবাদে এ কর্মবরতি।
এদিকে হঠাৎ ধর্মঘট ডাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। গন্তব্যস্থলের উদ্দেশে রওনা হতে না পেরে অনেকেই বিকল্প পথ খুঁজছেন। রাজধানী ঢাকা ও বন্দর নগরী চট্টগ্রামে যান চলাচল স্বাভাবিক থাকলেও বন্ধ আছে দূরপাল্লার গাড়ি চলাচল। সকালে গাজীপুরের চৌরাস্তা থেকে ঢাকায় গাড়ি চলাচল বন্ধ করে দেয় পরিবহন শ্রমিকরা।
এছাড়াও বগুড়ার মাটিডালি বিমান মোড় এলাকা অবরোধ করে ঢাকা-দিনাজপুর মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হয়। সাভারে ট্রাকচাপায় পথচারী খোদেজা বেগম হত্যা মামলায় গতকাল ট্রাকচালককে মৃত্যুদণ্ড দেয় আদালত।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ