স্বাধীন রাষ্ট্র হিসেবে কসোভোকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়ার সিন্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে কসোভোকে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত গৃহিত হয়।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, ২০০৮ সালে স্বাধীন হওয়া কসোভোকে ১১৩টি দেশ স্বীকৃতি দিয়েছে।  অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) ৫৬ দেশের মধ্যে বাংলাদেশ ৩৭তম দেশ হিসেবে রাষ্ট্রটিকে স্বীকৃতি দিতে যাচ্ছে।বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কসোভোকে জানিয়ে দেয়া হবে।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে