আগামী অর্থবছর বাজেটের আকার ৪ লাখ ২০ হাজার কোটি টাকা হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। স্বাস্থ্য ও শিক্ষাখাতে বরাদ্দ বাড়বে বলেও আভাস দিয়েছেন তিনি। নতুন ভ্যাট আইন বাস্তবায়নের বিষয়েও আশাবাদী মন্ত্রী।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় রাতে প্রাক বাজেট আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। আলোচনার প্রথম দিনে অংশ নেয় বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান-বি/আই/ডি/এস, পলিসি রিসার্চ ইনস্টিটিউট-পি/আর/আই, ইকোনমিক রিসার্চ গ্রুপ-ই/আর/জি ও বাংলাদেশ অর্থনীতি সমিতি। দুই ঘণ্টার আলোচনা শেষে অর্থমন্ত্রী চলতি অর্থবছর রাজস্ব আদায়ের হার নিয়ে অসন্তোষ জানান।
তবে তিনি বলেন, এবার বাজেটে জিডিপি প্রবৃদ্ধি সাত দশমিক দুই শতাংশ ধরা হলেও তা সাড়ে সাত শতাংশ পর্যন্ত হতে পারে। আগামী আড়াই মাসে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা করবেন অর্থমন্ত্রী।
নিউজ ডেস্ক, বিডি টাইমস নিউজ