স্মার্ট কার্ডের পর এইবার আসছে স্মার্ট পাসপোর্ট। পাসপোর্ট পেতে ভোগান্তি ও সব ধরনের দুর্নীতি রোধে সরকার খুব শিগগিরই ই-পাসপোর্ট সিস্টেম চালু করতে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট সপ্তাহ ২০১৭’র উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান মন্ত্রী। তিনি বলেন, দেশ ও দেশের বাইরে অবস্থান করা প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট পেতে যাতে কোন ভোগান্তি না হয় সে লক্ষ্যে কাজ করছে সরকার।

প্রবাসী বাংলাদেশিরা যাতে তিন থেকে সর্বোচ্চ সাত দিনের মধ্যে পাসপোর্ট পায় সেলক্ষ্যে কুরিয়ার সার্ভিস ফেডেক্স বাংলাদেশের সঙ্গে একটি চুক্তিও সই হয়। পরে সেরা কর্মকর্তা ও কর্মচারীদের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী।

নিউজ ডেস্ক, বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে