ফেডারেশন অব ফিল্ম সোসাইটিস অব ইন্ডিয়ার পূর্বাঞ্চল শাখা এবং পশ্চিমবঙ্গ সরকারের তথ্য-সংস্কৃতি দফতরের নন্দন-এর যৌথ উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভারতের কলকাতায় শুরু হওয়া ৪ দিনব্যাপী ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’এর পর্দা নামছে আজ। এ উৎসবে ভিন্নধারার চলচ্চিত্র নির্মাতা মোর্শেদুল ইসলাম, অমিতাভ রেজাসহ ৫ নির্মাতার ১০ টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
ভারতের কলকাতায় শুরু হয়েছে প্রথমবারের মতো চারদিনব্যাপী ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’। কলকাতার নন্দন প্রেক্ষাগ্রহে আয়োজিত এ উৎসবের প্রথমদিন প্রদর্শিত হয় প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিতি চলচ্চিত্র অনিল বাগচির একদিন। এতে উপস্থিত ছিলেন, সিনেমাটির কলাকুশলিরা।
এ উৎসবের উদ্বোধন করেন দুই বাংলার জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ। আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম। তিনি বলেন, ‘এই দিনটি নিয়ে আমরা গর্ব করি এই জন্যে, পৃথিবীতে একটি মাত্র জাতি যারা ভাষার জন্যে মাতৃভাষাকে রাষ্ট্রভাষা করার জন্যে জীবন দিয়েছে।’
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এ চলচ্চিত্র উৎসবে উঠে আসে ভারতে বাংলা ভাষার চর্চা এবং তার ভবিষ্যৎ নিয়ে নানা বক্তব্য। চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ বলেন, ‘আমাদের উপমহাদেশে যেটা দেখা যাচ্ছে, নিজের ভাষা নিজের ইতিহাস নিজের সংস্কৃতিটাকে সরিয়ে দেয়া হচ্ছে। এবং অভিভাবকরা করছেন তারা বলছেন নিজের ভাষা শিখে কি লাভ এতে কোন ক্যারিয়ার হবে না।’
ফেডারেশন অব ফিল্ম সোসাইটিস অফ ইন্ডিয়ার পূর্বাঞ্চল শাখা এবং নন্দন-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ চলচ্চিত্র উৎসবের পর্দা নামবে ২৪ ফেব্রুয়ারি। উৎসবে মোর্শেদুল ইসলাম, অমিতাভ রেজাসহ বাংলাদেশের পাঁচ জন পরিচালকের মোট ১০টি চলচ্চিত্র প্রদর্শিত হওয়ার কথা রয়েছে।
বিনোদন ডেস্ক, বিডি টাইমস নিউজ