ভাষার দাবিতে যারা প্রাণ দিয়েছিলেন জাতির সেই বীর সন্তানদের স্মরণ করছে বাংলাদেশ। একুশের প্রথম প্রহরেই শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার ও বিরোধীদলীয় নেতা শহীদ বেদীতে শ্রদ্ধা জানানোর পর সব স্তরের মানুষের ঢল নামে শহীদ মিনারে।

রেওয়াজ মেনে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে আসেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। শহীদ মিনারে তাঁদের স্বাগত জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ১২টা ১ মিনিটে শহীদ বেদীতে ফুল দিয়ে ভাষাশহীদদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর শহীদ বেদীতে নীরবে দাঁড়িয়ে সম্মান জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপর দলীয় নেতা হিসেবে আওয়ামী লীগের পক্ষ থেকে এবং মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে আবারো শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

পরে একে একে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এবং ১৪ দলের নেতারা। বাংলাদেশ সফররত নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী বোর্গ ব্রেন্ডেসহ বিদেশি কূটনৈতিকরাও শহীদ বেদীতে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানান তিন বাহিনীর প্রধান, পুলিশ প্রধান ও ঢাকার দুই মেয়র।

প্রথম প্রহরেই অ্যাটর্নি জেনারেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছাড়াও শ্রদ্ধা নিবেদন করেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা ও সেক্টর কমান্ডারস ফোরামসহ বিভিন্ন রাজনৈতিক দল। রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধার জানানোর পর শহীদ মিনার উন্মুক্ত করে দেয়া হয় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে