আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি পেয়েছে বাংলা। কিন্তু অনেক ক্ষেত্রে নিজ দেশেই নেই পুরোপুরি মাতৃভাষার পূর্ণ ব্যবহার। সরকারি দফতরগুলোতে চালু হলেও আদালতের রায় লেখার ক্ষেত্রে বাংলা উপেক্ষিত থাকায় দুঃখ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তবে অবস্থার পরিবর্তন ঘটিয়ে বাংলায় রায় লেখা চালু করতে প্রচেষ্টা চলছে বলেও জানান তিনি।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি। এ সময় অন্য বিচারপতি সহ উচ্চ আদালতের কর্মকর্তারাও তার সঙ্গে ছিলেন। ফুল দেয়ার পর দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ নীরবতা পালন করেন তারা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান বিচারপতি।
হাইকোর্ট বিভাগের বেশ কয়েকজন বিচারক বাংলায় সুন্দরভাবে রায় লেখায় সন্তোষ প্রকাশ করে এটি অনুসরণে অন্য বিচারকদের প্রতি আহ্বান জানান তিনি।
নিউজ ডেস্ক, বিডি টাইমস নিউজ