৩৫তম বিসিএসে মুক্তিযোদ্ধা কোটায় যোগ্য প্রার্থী না পেলে মেধা তালিকা থেকে পদ পূরণের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। পাশাপাশি ৩৫তম বিসিএসের খালি পদ ৩৬তম বিসিএস থেকেও পুরণ করা যাবে।

সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব সফিউল আলম। এসময় প্রাণী হত্যার দায়ে জেল-জরিমানার বিধান রেখে প্রাণী কল্যাণ আইন-এর খসরাও অনুমোদনের কতঅ জানান তিনি।

বৈঠকে গুরুতর অসুস্থ সরকারি কর্মচারীদের চিকিৎসা সহায়তা এক লাখ টাকা থেকে বাড়িয়ে দুই লাখ টাকা নির্ধারণ করে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড আইনের খসড়ায়ও অনুমোদন দেয় মন্ত্রিসভা।

নিউজ ডেস্ক, বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে