রাজধানীর আলোচিত বিশ্বজিৎ হত্যাকাণ্ডে ৮ জনকে মৃত্যুদণ্ডাদেশের ডেথ রেফারেন্সের পেপারবুক তৈরি হয়েছে।

নিম্ন আদালত কাউকে মৃত্যুদণ্ড দিলে তা অনুমোদনের জন্য হাইকোর্টে আসে। এজন্য মামলার এজাহার, অভিযোগপত্র, জবানবন্দি ও বিচারিক আদালতের রায় পর্যায়ক্রমে সাজানো হয়। এটাই ডেথ রেফারেন্স পেপারবুক।

২০১২ সালের ৯ ডিসেম্বর পুরান ঢাকায় পথচারী বিশ্বজিৎ দাসকে শিবির কর্মী সন্দেহে কুপিয়ে হত্যা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মীরা। ওই ঘটনায় ২০১৩ সালের ১৮ ডিসেম্বর ৮ জনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল।

ন্যাশনাল ডেস্ক, বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে