পয়লা ফাল্গুনের প্রথম দিনে রাজধানীতে চলছে নানা আয়োজন। ২২ বছরে ধারাবাহিকতায় এবারও উৎসবের আয়োজন করেছে জাতীয় বসন্ত উদযাপন পরিষদ।

সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় যন্ত্রসঙ্গীতের সুর-মূর্ছনায় শুরু হয় কর্মসূচি। ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের কলাভবনের বটতলায় চলছে, সমগীত সাংস্কৃতিক প্রাঙ্গনের আয়োজন। বিকেল ৪টা থেকে বসন্ত বরণের অনুষ্ঠান রয়েছে পুরোনো ঢাকার বাহাদুরশাহ পার্ক, ধানমন্ডির রবীন্দ্র সরোবর উন্মুক্ত মঞ্চ এবং উত্তরার ৩ নম্বর সেক্টরের রবীন্দ্রসরণির উন্মুক্ত মঞ্চে।

এসব অনুষ্ঠানে সংগীত, নৃত্য, আবৃত্তি ছাড়াও, রয়েছে আলোচনা ও প্রীতিবন্ধন। শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও শোভাযাত্রাও রয়েছে দিনভর আয়োজনে।

অনলাইন ডেস্ক, বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে