জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।। করোনা পরিস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের উদ্যোগে কর্মহীন ও হতদরিদ্র মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরন শুরু হয়েছে।

১৫’ই মে শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কালীসীমা গ্রামে জেলা পরিষদ সদস্য মো. বাবুল মিয়ার এলাকার ১৮০ জনের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের জেলায় পাঁচ হাজার মানুষকে খাদ্য সহায়তা দেবে বলে জানিয়েছেন জেলা পরিষদের কর্মকর্তারা। পরিষদ চেয়ারম্যান, সদস্য ছাড়াও জেলা প্রশাসনের মাধ্যমে বিতরণ করা হবে এই খাদ্য সামগ্রী। পরিষদ সদস্য বাবুল মিয়ার এলাকায় প্রথম খাদ্য সামগ্রী বিতরনের মাধ্যমে তাদের এ কার্য্যক্রম শুরু হলো। এসময় পরিষদ সদস্য মো. বাবুল মিয়া ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সদস্য মো. শাহ আলম, নাটাই দক্ষিন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল কাইয়ুম, সদর উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রানা, সামাজিক সংগঠন মানুষ রতন’র সভাপতি মো. রাসেল, সাধারণ সম্পাদক মো. তৌহিদুল ইসলাম প্রমুখ।

জহির  সিকদার, ব্রাহ্মণবাড়িয়া
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে