স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর|| লক্ষ্মীপুরে করোনা ভাইরাস নিয়ন্ত্রনে জেলা প্রশাসনকে কঠোর হতে বললেন সংরক্ষিত আসনের এমপি সেলিনা ইসলাম। তিনি বলেন এই মহামারি ঠেকাতে আমাদের কে কঠোর হতে হবে। মানুষকে বুঝাতে হবে তারা যেন অপ্রয়োজনে ঘর থেকে বের না হয়। বেচে থাকলে তো ঈদ করা যাবে। এখন তাদের সময় হয়েছে ভাববার তারা কি নতুন জামাকাপড় কিনে কবরে যাবে না ঘরে থেকে জীবনকে রক্ষা করবে। তিনি বলেন প্রশাসন কঠোর বাবস্থা নিলে আমরা তার পাশে থেকে সর্বাথক সহযোগিতা করবো।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলাপ্রশাসনের সাথে বৈঠকে তিনি এই বক্তব্য দেন। লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সভায় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কাজী সেলিনা ইসলাম (সিআইপি), জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান, জেলা সিভিল সার্জন ডা. আব্দুল গাফফার, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আবু তাহের জেলা আওয়ামী লীগ সভাপতি মিয়া মোঃ গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এ্যাড. নূরউদ্দিন চৌধুরী নয়ন, মান্দারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান প্রমূখ।
লক্ষ্মীপুর নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ