রাজস্ব বিষয়ক মামলা নিষ্পত্তি করতে বিকল্প বিরোধ নিষ্পত্তি চালু হলেও সাড়া পাচ্ছে না এনবিআর। এজন্য এনবিআরের শীর্ষ কর্মকর্তাদের নেতিবাচক মনোভাবকে দায়ী করছেন ব্যবসায়ী নেতারা। এক্ষেত্রে নিষ্পত্তিকারক নির্বাচনে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। রাজধানীতে এন/বি/আরের উপকর কমিশনার সম্মেলনে এসব বিষয় উঠে আসে।
মূল্য সংযোজন কর, আয়কর ও কাস্টমস সংক্রান্ত প্রায় ২৬ হাজার মামলা আদালতে ঝুলছে বছরের পর বছর। এতে আটকে আছে প্রায় ৩২ হাজার কোটি টাকার রাজস্ব।দীর্ঘদিন ঝুলে থাকা এসব মামলা নিষ্পত্তি করতে বিকল্প বিরোধ নিষ্পত্তি- এডিআর চালু করে জাতীয় রাজস্ব বোর্ড। কিন্তু তেমন সাড়া মিলছে না। এজন্য জাতীয় রাজস্ব বোর্ডের শীর্ষ ব্যক্তিদের মনোভাবই দায়ী বলে মনে করেন এফবিসিসিআই সভাপতি। তার মতে, কর কর্মকর্তারাই ব্যবসায়ীদের কর ফাঁকি দেয়ার উপায় দেখিয়ে দেন।
এডিআর কার্যকর করতে প্রয়োজনে নীতিমালা সহজ করার পরামর্শ দেন সাবেক গভর্নর ফরাসউদ্দিন। প্রাতিষ্ঠানিক কৃষিকে করের আওতায় আনা দরকার বলে মত দেন তিনি। মোবাইল ব্যাংকিং ব্যবস্থার ক্ষেত্রে কার্যকর নীতিমালা না থাকার কড়া সমালোচনা করেন সাবেক গভর্নর।এদিকে এডিআর কার্যকর করতে মার্চে মাসব্যাপি কর্মসূচি নেয়া হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান।সম্মেলনে এনবিআর চেয়ারম্যান জানান, কর সনাক্তকরণ নম্বর- টিআইএন নিবন্ধন ২৭ লাখ ছাড়িয়েছে।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ