স্টাফ রিপোটার, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরে ১৬ হাজার পরিবারের মাঝে ২৪ দিন ধরে ত্রান বিতরন আজ সোমবার করোনা ভাইরাস পজেটিভ হয়েছেন লক্ষ্মীপুর জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক বায়োজিদ ভূইয়া। তিনি লক্ষ্মীপুর -৩ আসনের এমপি ও সাবেক বিমানমন্ত্রী শাহ জাহান কামাল এমপি এপিএস হিসােেব কাজ করছেন। এমপি ঢাকা থাকায় তিনি তার পক্ষে ১৬ হাজার পরিবারে মাঝে বাড়ি বাড়ি গিয়ে ত্রান বিতরণ করেন।
বায়োজিদ এপ্রিল মাসের ২ তারিখ থেকে গরীব অসহায় ও নিম্মমধ্যে বিত্তের পরিবারে মাঝে বাড়ি বাড়ি গিয়ে ত্রান পৌছে দিতেন। তিনি করোনা ভাইরাসে সনাক্ত হওয়ার ২ দিন আগ পর্যন্ত ত্রান বিতরণ করেছেন।২ মে তারিখে শরীরে জ্বর থাকায় তিনি নমুনা পরীক্ষার জন্য দেন। ১১ তারিখে তার নমুনা পরীক্ষা রেজাল্ট আসে তিনি করোনা ভাইরাস পজেটিভ।রায়পুর উপজেলা স্বাস্থ্যা ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ জাকির হোসেন জানান বায়োজিদ ভূইয়ানমুনা সংগ্রহ করা হয়েছে ২ মে তারিখে। আর তার নমুনা পরীক্ষার পজেটিভ রেজাল্ট আজ আসে।তাকে তার বাড়িতে আইসোলেশনের রাখা হয়েছে।
করোনায় আক্রান্ত বায়োজিদ ভূইয়াবলেন আমি গরীব মানুষের জন্য খাদ্যা পৌছাতে গিয়ে আক্রান্ত হয়েছে। এ জন্য আমার একটু ও কষ্ট নেই। আমি ইনশাল্লাহ সুস্থ হয়ে আবারও গরীব নিরিহ ও নিম্মবিত্তের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দিবো। আমার ঘরে এখোনো দেড় হাজার পরিবারের জন্য খাদ্যা সামগ্রী রেডি করে রেখেছি। কিন্ত আমি আক্রান্ত হওয়ার এ গুলো বিতরণ করতে পারছি না।
সাইফুল তসলিম
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ