স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুরঃ করোনা ক্রান্তিকালে জনপ্রতিনিধিরা সরকারী বরাদ্ধ পেলেও রাজনৈতিক নেতারা করতে হয় নিজস্ব উদ্যোগে। অন্যদিকে অনেক রাজনৈতিক নেতা করোনা থেকে বাঁচতে থাকছেন নিরাপদ দূরত্বে। এক্ষেত্রে সম্পূর্ণ ব্যতিক্রম ভূমিকায় লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুর উদ্দীন চৌধুরী নয়ন।
করোনা সংক্রমণের পরই মানবতার ডাকে সাড়া দিয়ে তিনি সময়োপযোগী মানবিক কর্মকান্ড করে যাচ্ছেন। করোনা সংক্রমণ থেকে শুরুর পর যেমন বিতরণ করেছেন সুরক্ষা সামগ্রী আবার যখন কর্মহীনদের খাবারের প্রয়োজন তখন কর্মহীন পরিবারদেরকে দিচ্ছেন খাদ্য সামগ্রী।

জানা যায়, ২৮ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত সময়ে ১ম ধাপে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নিজের পক্ষ থেকে দুই হাজার পরিবারকে চাউল ও ডালসহ খাদ্য সামগ্রী দিয়েছেন। ১৫ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ২য় ধাপে তিনি ব্যক্তিগত পক্ষ থেকে দুই হাজার পরিবারের মাঝে বিতরণ করেছেন খাদ্য সামগ্রী। সর্বশেষ ৫ মে থেকে ১৫ মে পর্যন্ত সময়ে ৩য় ধাপে আরো দুই হাজার প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণের জন্য প্যাকেটজাত করেছেন। ৩য় ধাপের দুই হাজার প্যাকেটের মধ্যে ৫ মে চররুহিতায় ৭ শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। এছাড়া করোনা ভাইরাসের প্রকোপ থেকে সুরক্ষার জন্য তিন হাজার মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেছেন এই মানবিক রাজনৈতিক নেতা। মাস্ক ও স্যানিটাইজার বিতরণের সাথে পুলিশ ও ডাক্তারসহ সমাজকর্মীদের সুরক্ষা নিশ্চিত করার মাধ্যমে দায়িত্ব পালনের জন্য ২ শতাধিক পিপিই বিতরণ করেছেন। সুরক্ষা সামগ্রী ও খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি নগদ টাকা হিসেবে এ পর্যন্ত ৫ লক্ষ টাকা দিয়েছেন মধ্যবিত্তসহ শ্রমজীবিদের মাঝে। ৫ মে তারিখেও ১ শত ৩৪ জনকে নগদ ৫ শত টাকা বিতরণ করেন।
লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় পর্ষদের সদস্য এ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ ও যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রশাসন ও জনপ্রতিনিদিধের সাথে সমন্বয় করে লক্ষ্মীপুর জেলায় করোনা মোকাবেলা করে যাচ্ছে। তিনি নিজে কোন পর্যায়ে জনপ্রতিনিধি না হয়েও জননেত্রী শেখ হাসিনার নির্দেশে নিজের ব্যক্তিগত উদ্যোগ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছেন।
জেলা আওয়ামী লীগের অন্য গুরুত্বপূর্ণ নেতারা ব্যক্তিগত সুরক্ষার প্রশ্নে আপোষ না করে স্বইচ্ছায় হোম কোয়ারেন্টাইনের অভিযোগ প্রসঙ্গে  এ্যাডভোকেট নুর উদ্দীন চৌধুরী নয়ন অনলাইন বর্তমান বাংলা টুয়েন্টিফোরকে বলেন,জাতির যেই কোন ক্রান্তিকালে রাজনৈতিক নেতাদেরকে জনগণের পাশে থাকা উচিত। সেই দায়িত্ববোধ থেকেই আমি জনগণের পাশে রয়েছি। বিগত দিনের মতো আগামী দিনেও তিনি মানবতার ডাকে সাড়া দিয়ে লক্ষ্মীপুরবাসীর সাথে থাকবেন বলে প্রত্যয় ব্যক্ত করেছেন।
লক্ষ্মীপুর নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে