ব্রাহ্মণবাড়িয়া(আখাউড়া) সংবাদদাতাঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিএসটিআই’র অনুমোদনবিহীন সয়াবিন তেল পরিবহন ও বাজারজাত করার দায়ে মাসুদ আলম নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

দুপুরে আখাউড়া থানার অফিসার ইনচার্জের কক্ষে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা। পরে জব্দকৃত ৭১৬ লিটার সয়াবিন তেল বাইপাস এলাকায় মাটিতে গর্ত করে নষ্ট করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া থানার ওসি রসুল আহমেদ নিজামী, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক মেহেদী হাসান। জানা যায়, শুক্রবার সন্ধ্যায় আখাউড়া বাইপাস সড়কের বঙ্গবন্ধু স্কয়ার এলাকা থেকে বেনামী ব্র্যান্ডের ৭১৬ লিটার সয়াবিন তেল এবং টিসিবি লেখা কাগজের বেশ কিছু খালি কার্টুনসহ একটি পিক আপ আটক করে পুলিশ।

উদ্ধারকৃত তেলের যথাযথ কাগজপত্র দেখাতে না পারায় পিকআপটি থানায় নিয়ে যায় পুলিশ।  পরে শনিবার দুপুরে ভ্রাম্যমান আদালত তেলের মালিক মাসুদ আলমকে ১০ হাজার টাকা জরিমানা করে। মাসুদ আলম ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের কালাইশ্রী পাড়ার সুবা মিয়ার পুত্র।  আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা বলেন অনুমোদনবিহীন তেল পরিবহন ও বাজারজাত করার দায়ে তেলের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

জহির  সিকদার, ব্রাহ্মণবাড়িয়া
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে