স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরে বাস ট্রাক ও পিকআপের ড্রইভার হেলপার ও সুপারভাইজার দের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে আজ সকালে লক্ষ্মীপুর শহরের গরুহাটা মাঠে এই ত্রান বিতরণ র্কাযক্রম শুরু হয়।
প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের মাধ্যমে ১০টন বরাদ্ধ করা হয় বলে জানান বাস ট্রাক শ্রমিক ইউনিয়নের লক্ষ্মীপুর জেলা সভাপতি ও পৌর মেয়র আবু তাহের।সকালে শহরের গরু হাটার মাঠে ৩’শত শ্রমিককে নিয়ে ত্রান র্কাযক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। এই সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সংসদের সভাপতি এ এইচ এম বিপ্লব। জেলায় মোট এক হাজার শ্রমিকের মাঝে ১০ কিজি করে ১০টন চাল বিতরণ করা হবে। র্পযায়ক্রমে জেলার অন্যানা বাস র্টামিনালের শ্রমিকদের মাঝে এ ত্রান বিতরন করা হবে।
লক্ষ্মীপুর পৌর সভার মেয়র এম এ তাহের নিজস্ব ফান্ড থেকে ৫২ টন চাল বিতরন করেন।তিনি প্রথম ধাপে গরীব অসহায়দের মাঝে ১০কেজি করে ২২টন চাল ২হাজার ২শত লোকের মাঝে বিতরণ করেন। দ্বিতীয় র্পযায়ে নিম্ন মধ্যবিত্তদের মাঝে ১০কেজি, ১৫কেজি ও ৩০কেজি করে ৩০টন চাল বিতররন করেন।
লক্ষ্মীপুর পৌর সভার মেয়র ও বাস ট্রাক শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি বলেন করোনা র্নিমুল না হওয়া ও সাধারণ ছুটিকালীন সময়ে ও শ্রমিকদের মাঝে ত্রান বিতরন করা হবে।
লক্ষ্মীপুর নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ