সাগর-রুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতি জানা নেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনের। রাজধানীর এপিবিএন সদরদপ্তরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাগর-রুনি হত্যার তদন্ত ভার র্যাবের। তদন্তের তথ্য তারা সরাসরি হাইকোর্টে জমা দেয়। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তদন্তের সবশেষ তথ্য নেই। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যা মামলার তদন্ত প্রতিবেদন শিগগির জমা দেওয়া হবে। এছাড়া, বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা এ ধরণের কাজে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ভোরে রাজধানীর পশ্চিম রাজাবাজারের একটি পাঁচতলা ভবনের পঞ্চম তলার ফ্ল্যাট থেকে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনির ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া যায়। ওই বাসায় বাবা-মায়ের মৃতদেহের সঙ্গে শুধু তাদের শিশু সন্তান মাহির সরওয়ার মেঘকে পাওয়া গিয়েছিল। পরে ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়েছিল, অপেশাদার খুনিরা ধারাল অস্ত্রের আঘাতে দুজনকে হত্যা করেছে।