৯২টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দুর্নীতি ও অনিয়মের প্রমাণ মিলেছে। এসব প্রতিষ্ঠানের এমপিও বাতিলসহ নানা শাস্তি দেয়ার চিন্তা করছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এ সংক্রান্ত একটি প্রতিবেদন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর।
শেরপুর আদর্শ হাইস্কুল। নিয়ম থাকলেও এই স্কুলে শিক্ষক-কর্মচারীদের জন্য কোন তহবিল নেই। স্কুলের আয়-ব্যয়ের সঠিক হিসাব নেই, স্কুলজমি নিয়েও রয়েছে জটিলতা। এসব অনিয়ম দূর করতে কয়েকবার সতর্ক করা হয়েছে স্কুল কর্তৃপক্ষকে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।গত মাসে এমন শতাধিক প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে প্রশাসন। ৯২টি প্রতিষ্ঠানের অনিয়মের প্রমাণও পাওয়া গেছে। এসব প্রতিষ্ঠানের কারো বিরুদ্ধে রয়েছে জমি দখলের অভিযোগ। কোথাও পাওয়া গেছে ছাত্রভর্তি ও শিক্ষক নিয়োগে অনিয়ম।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বলছে, এসব স্কুল, কলেজ ও মাদ্রাসা সরকারের সব সুবিধা নিলেও নিয়ম মানে না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা প্রশাসনের।এমপিওভুক্ত সব প্রতিষ্ঠান পরিদর্শন করবে শিক্ষা অধিদপ্তর। সবাইকে একমাসের মধ্যে তথ্য দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ